আপনি কি যানেন ডোমেইনিং বা ডোমেইন ফ্লিপিং কি? যদি যেনে না থাকেন তবে আর্টিকেলটি পড়ে ফেলুন….
ডোমেইন হচ্ছে, একটি ওয়েবসাইটের নাম অর্থাৎ যে লিংকে ক্লিক করে একটি ওয়েবসাইটে প্রবেশ করা হয় তাকেই ডোমেইন বলা হয়। আপনি যদি একটি ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে আপনাকে একটি ডোমেইন নাম কিনে নিতে হবে। আর আপনি যদি ভাল নামের ডোমেইন কিনে রেখে দেন,সময় সাপেক্ষে সেটা আপনি লাখ টাকায় বিক্রি করতে পারবেন।
ডোমেইনিং মূলত কমদামে ডোমেইন কিনে সেটা বেশি দামে বিক্রি করাকে বুঝায়। আপনি চাইলেই আজকে ডোমেইন কিনে কাল বিক্রি করে দিবেন এমন টা ভেবে এখানে ইনবেস্ট না করাই আপনার জন্য ভালো। একটা ডোমেইন কিনে সেটা বিক্রির জন্য আপনাকে হিউজ টাইম ধৈর্য ধরে বসে থাকতে হবে, এতেই আপনি কাংক্ষিত দামে ডোমেইন সেল করতে পারবেন।
বর্তমানে ডোমেইন ফ্লিপিং একটি জনপ্রিয় প্লাটফর্ম, তবে এখানে আসতে হলে আপনাকে প্রচুর পরিমান ডোমেইন নিয়ে রিসার্চ করতে হবে এবং ভিবিন্ন মার্কেটপ্লেসের প্রতিদিনের সেলিং কম্পিটিশন দেখতে হবে। আপনি যদি ঠিকে থাকতে পারেন তবে আপনার জন্য ডোমেইন ফ্লিপিং হতে পারে সোনার ডিম পাড়া হাস।
যদি আপনি বছরে ২টা ডোমেইনও সেল করতে পারেন তাহলেই আপনি লাখপতি।
বেশি লোভ বা ডোমেইনিং বিষয়ে জ্ঞান না থাকলে আপনার ইনবেস্ট হতে পারে লস প্রজেক্ট। তাই নিয়মিত মার্কেটপ্লেসে খোজখবর রাখুন।
আপনি যদি ডোমেইন ফ্লিপিং করতে আগ্রহ থাকেন, তবে ইউনিক নাম চয়েস করুন। কম ডিজিটের মধ্যে, সুন্দর এবং সহজে উচ্চারণ করা যায় এমন না চয়েস করুন।
আজকের আরটিকেল টি ছোট করেই লিখলাম, নেক্সট টাইম লিখব কীভাবে কোথা থেকে ডোমেইন কিনবেন, এবং কোথায় বিক্রি করবেন। আপনাদের চাহিদা এবং আগ্রহ থাকলে প্রতিটা মার্কেটপ্লেস নিয়ে আলাদা আলাদাভাবে লিখবো। আপনাদের যদি কোন কিছু যানার থাকে তবে কমেন্ট করে ফেলুন এখনি।
সাথেই থাকুন, পাচ ওয়াক্ত নামাজ পড়ুন। ভূলক্রুটি ক্ষমা করবেন।
আইসিটিমেলা